গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পক্ষ হতে মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করছি। দিন বদলের সনদ বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন কারিগরি / প্রযুক্তিগত জ্ঞান সমৃদ্ধ দক্ষ মানব সম্পদ। গোপালগঞ্জ জেলার ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ বদ্ধ পরিকর। ২০১৬ সনের নভেম্বর মাসে অত্র প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে সহকর্মী শিক্ষক কর্মচারী, স্থানীয় ব্যক্তিবর্গ ও প্রশাসনের সহযোগিতায় প্রতিষ্ঠানটির মান উন্নয়নে আমার মেধা, শ্রম ও চিন্তা চেতনার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে কাজ করে যাচ্ছি। ইতঃমধ্যে প্রতিষ্ঠানটির ফলাফল ও সার্বিক কার্যক্রমের দ্বারা গোপালগঞ্জ জেলাবাসীর মনে একটি আদর্শ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে। আমাদের শিক্ষার্থীরা শুধুমাত্র কারিগরি শিক্ষা ও দক্ষতা অর্জন করবে তা নয়, বরং তারা সততা নিষ্ঠা, নৈতিকতা মূল্যবোধ ও দেশাত্ববোধ নিয়ে বেড়ে উঠবে। তারা আদর্শবান দক্ষ মানুষ হয়ে সমাজে ফিরে যাবে। এবং গড়ে তুলবে যোগ্য ও দক্ষ আদর্শ সমাজ ব্যবস্থা। তারা এক একজন ভিশন ২০২১ বাস্তবায়নের অগ্রসৈনিক হিসেবে কাজ করবে। দূর হবে ক্ষুধা, দারিদ্রতা, বেকারত্ব আর বৈষম্য। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, গড়ে উঠবে শিল্প উদ্যোক্তা, দক্ষ জনশক্তি প্রেরনের মাধ্যমে রেমিটেন্স অর্জিত হবে কয়েকগুন বেশী। অর্জিত হবে অর্থনৈতিক সমৃদ্ধি, দেশ হবে স্বনির্ভর। এ প্রতিষ্ঠানের কার্যক্রম জনসাধারণের নিকট বহুল পরিচিত করতে এ সাইটটি অনন্য ভূমিকা রাখবে বলে আমি মনে করি। নানা প্রতিকূলতা সত্বেও আমার সহকর্মীবৃন্দ যারা এ ওয়েবসাইট করতে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসক মহোদয় ওয়েবসাইটটি প্রকাশ করতে উৎসাহ ও প্রেরণা দেওয়ায় আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ। প্রচেষ্ঠার কিছুটা ভূলত্রুটি থাকা স্বাভাবিক। এ বিষয়ে সকলের ক্ষমা সুন্দর দৃষ্টি প্রত্যাশা করছি এবং সুপরামর্শ কামনা করছি।